এশিয়ান এক্সপ্রেস ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটের সময় তাকে আটক করা হয় বলে জানা যায়।
আটককৃত ব্যক্তি মো. রনি (২৫) সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দির মো. নুরুল ইসলামের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামি পেশাগত মাদক ব্যবসায়ী এবং সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশ-পাশ এলাকার মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
র্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্যসূত্র : দৈ/সি/অন।
Leave a Reply