সিলেট প্রতিনিধি : আসন্ন সিলেট জেলা পরিষদ-২০২২ নির্বাচনে সম্ভাব্য সদস্য পদে প্রার্থী হচ্ছেন বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিনের ছেলে ও দু’ দু’ বারের জনপ্রিয় বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিনের ভাতিজা, তরুণ সমাজসেবক, শেওলা যুব সংঘের সভাপতি এবাদুর রহমান।
জানা গেছে, জেলা পরিষদের নির্বাচনে ১২নং ওয়ার্ডের মধ্যে উপজেলা, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার সদর ইউনিয়ন, লাউতা, কুড়ারবাজার, মাথিউরা, দুভাগ, চারখাই ও শেওলা ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান ও সদস্যরা তরুণ সমাজসেবক এবাদুর রহমানকে সমর্থন জানিয়েছেন। তাই তিনি সদস্য পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এতাদ্বাঞ্চলের অবহেলিত জনপথকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে মেধা মননের পরিপূরক নিষ্কলুষ আদর্শের অধিকারী তরুণ সমাজসেবক এবাদুর রহমান আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী করতে সকলের সহযোগিতা ও অনুপ্রেরণা প্রত্যাশা করেছেন।
সিলেট জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়ছল আহমদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব গ্রহণের পর শীঘ্রই নির্বাচনের তফশীল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply