এম আব্দুল করিম, সিলেট থেকেঃ
সিলেটে আপন ছোটবোন কর্তৃক লন্ডন প্রবাসী বড় বোনের সম্পত্তি(বসতবাড়ি) ও টাকা আত্মসাৎ এর ঘটনা ঘটেছে। অভিনব কৌশল ও প্রতারণা করে নিজের ও স্বামীর নামে দলিল সৃষ্টি করে আপন বড় বোন মনোয়ারা খানমের নিকট থেকে প্রায় কোটি টাকার বেশি নিয়ে অস্বীকার করায় লন্ডন প্রবাসী বড় বোনের পরামর্শে আপন ভাই আব্দুল হেকিম (৫৮) বাদী হয়ে প্রতারক ছোট বোন হোসনে আরা বেগম, তার ছেলে এনামুল ইসলাম তারেক,মেয়ে তামান্না বেগম, তাহমিনা বেগম ও তাহমিনা বেগমকে আসামি করে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্টেট ২য় আদালতে (জালালাবাদ সিআর ২৩১/২০২২ইং) মামলা দায়ের করেন।গত ২৬ জুলাই ২০২৩ ইং এ মামলায় জামিন নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে হোসনে আরা খানম হাজির হয়ে জামিনের আবেদন করিলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়,হোসনে আরা খানমের স্বামীর বাড়ীর জায়গা সম্পত্তি বাহিরের লোকজনের নিকট বিক্রয় করলে আপন বোনের পরিবার বাড়ীতে বসবাস করিতে অসুবিধার সম্মুখীন হবে তাই হোসনে আরার ভাসুর, দেবর, ননদ এবং স্বামীর বাড়ীর জায়গা ক্রয় করার জন্য ভাইর মাধ্যমে বোন লন্ডন প্রবাসী মনোয়ারা খানমকে প্রস্তাব দিলে তিনি তাহার নিজের নামে ভূমি ক্রয় করিতে সম্মত হইয়া লন্ডন হইতে বিভিন্ন লোকের মাধ্যমে ছোট বোনের নিকট টাকা পাঠাইলে ও ০২/০১/২০১৮ইং তারিখসহ ভিন্ন ভিন্ন তারিখে ও রেমিটেন্স এর মাধ্যমে এবং কুমারগাঁও মৌজায় মনোয়ারা ও তাহার স্বামী শফিকুল আলম নামীয় জমি ২৯,০০,০০০/- (উনত্রিশ লক্ষ) টাকায় বিক্রি করিয়া প্রায় ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা ছোট বোন হোসনে আরাকে প্রদান করেন এবংতিনি তাহার বড় মেয়ে তামান্না বেগমকে পরপর দুই বার বিবাহ দেন। ১ম বিবাহ ভেঙ্গে যাওয়ার পর ২য় বিবাহ দিতে যাইয়া এক শতক জায়গা বিক্রি করে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং মেয়ের জামাইকে বিদেশ দিতে যাইয়া আরোও ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকাসহ সর্বমোট ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা লন্ডন প্রবাসী বড়বোন মনোয়ারা খানমের নিকট হতে ছোট বোন হোসনে আরা ধার হিসেবে নেন।তাছাড়া লন্ডন প্রবাসী মনোয়ারা খানম এর নিকট হতে ভিন্ন ভিন্ন সময়ে ও তারিখে টাকা আনিয়া লন্ডন প্রবাসী বোনের নামে জমি ক্রয় না করিয়া স্বামী লায়েক মিয়ার নামে ০৯ (নয় শতক) এবং নিজের নামে ০০৫০ (পঞ্চাশ পয়েন্ট) জমি ক্রয় করিয়া বলেন যে, লন্ডন প্রবাসী বোন মনোয়ারা খানম এর নামে জমি ক্রয় করিয়াছেন এবং উক্ত জমিতে পাকা বিল্ডিং নির্মান করার জন্য বিভিন্ন তারিখে লন্ডন প্রবাসীর নিকট থেকে ভাই ও বিভিন্ন লোকের মাধ্যমে প্রায় ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা নগদ নিয়া ছোট বোন হোসনে আরা খানম দুতলা ফাউন্ডেশন বিশিষ্ট এক তলা বিল্ডিং নির্মান করেন।
লন্ডন প্রবাসী বোন মনোয়ারা খানম এর নিকট হতে জমি ক্রয় বাবদ ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা এবং বিল্ডিং নির্মাণ বারত ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা আনিয়া বিল্ডিং নির্মান করিয়াছেন এবং মেয়ের বিয়েতে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং ধার হিসাবে ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা সহ সর্বমোট ১,০৪,০০,০০০/- (এক কোটি চার লক্ষ) টাকা এনেছেন। এদিকে লন্ডন প্রবাসী বোন আপন ছোট বোনেট নিকট হতে তাহার ক্রয়কৃত জমির দলিল ও বর্তমান মাঠ পর্চা লন্ডনে পাঠিয়ে দেওয়ার জন্য বলিলে প্রতারক বোন হোসনে আরা বলেন যে, বর্তমানে ভূল বসত তার স্বামী মোঃ লায়েক মিয়ার নামে ১০ (দশ শতক) এবং তার নামে ০০৫০ (পঞ্চাশ পয়েন্ট) জমির দলিল ও পর্চা হয়ে গেছে, পরবর্তীতে লন্ডনী মনোয়ারা খানম এর নামে স্থানান্তর করিয়া দিবেন মর্মে অঙ্গীকার করেন। এদিকে অনতিবিলম্বে মনোয়ারা খানম তার নামে খরিদা ভূমির সাফ কবলা দলিল রেজিস্ট্রি করিয়া দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং ভয়েস কল ও কথোপকথনের রেকর্ড তাহার নিজ নামীয় মোবাইলে ধারন করেন।
এদিকে অভিযুক্ত বোন হোসনে আরা বলেন, মনোয়ারা খানম এর নামে দলিল রেজিস্ট্রি হলে ভিন্ন লোক শফি মামলা দায়ের করিয়া ঝামেলা সৃষ্টি করিতে পারে বিধায় তিনি ও তাহার স্বামীর নামে দলিল ও প্রিন্ট পর্চা করিয়াছেন এবং লন্ডন প্রবাসী বোনের নামে বর্ণিত জমি রেজিস্ট্রি করিয়া দেওয়ার অঙ্গীকার করিলেও পরবর্তীতে তাহা বিগত ০২/১১/২০১২ইং তারিখে বিভিন্ন স্বাক্ষীর সম্মুখে তাহা অস্বীকার করেন। বোনের সাথে বিশ্বাস স্থাপন করিয়া তাহার নিকট হতে জমি ক্রয়ের ৫০,০০,০০০/- টাকা এবং বিল্ডিং নির্মানের ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা মেয়ের বিবাহ দিতে যাইয়া ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং মেয়ের জামাইকে ইউরোপ পাঠাইতে আরোও ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা কর্য আনিয়া পরবর্তীতে বোনের নামে জমির দলিল না দিয়া এবং ধার হিসাবে টাকা আনিয়া তাহা পরিশোধ না করিয়া প্রতারনামূলকভাবে আপন ছোট বোন হোসনে আরা খানম ও তার স্বামীর নামে ক্রয়কৃত জমির বেআইনী দলিল সৃজন করিয়া বোনের ১,০৪,০০,০০০/- (এক কোটি চার লক্ষ) টাকা আত্মসাত করিয়াছেন। তাছাড়া ভুক্তভোগী লন্ডন প্রবাসী বড় বোন পরবর্তীতে জানিতে পারেন যে,তার ছোট বোন হোসনে আরা তাহার নিকট হইতে জমির বাজার মূল্য থেকে অধিক মূল্য আনিয়া অল্প মূল্যে জমি খরিদ করিয়া উদ্ভুত টাকা সোনালী ব্যাংক শাহপরান (রহ) শাখা ও ওয়ান ব্যাংক মেজরটিলা শাখায় জমা রাখিয়াছেন।
উক্ত বিষয় নিয়ে আলোচনা করা হলে হোসনে আরা ও তার পরিবারের লোকজন টাকার দায় স্বীকার করেন এবং ক্রয়কৃত ভূমি মনোয়ারা খানম এর নামে সাফ কবলা দলিল রেজিস্ট্রি করিয়া দেওয়ার কথা বলিলেও পরবর্তীতে নানা টালবাহানার মাধ্যমে তা অস্বীকার করেন।
গ্রাম্য সালিশসহ সকল প্রচেষ্টা অবলম্বন করে অবশেষে ব্যর্থ হয়ে লন্ডন প্রবাসী বড় বোন মনোয়ারা খানম এর নির্দেশে এবং এই ঘটনায় অবগত স্বাক্ষীগণের সাথে আলাপ আলোচনা করে তার আপন ভাই বাদী হয়ে মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট কে তদন্তের নির্দেশ প্রদান করেন। দীর্ঘ তদন্তের পর ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিআই গত ১৮/০৬/২০২৩ ইং প্রতিবেদন প্রেরণ করে এবং উল্লেখিত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে।