নিজস্ব সংবাদাতা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পশ্চিম সিলেটের সদর উপজেলার লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে মোবারক র্যালি এবং বিক্ষোভ সভা সম্পন্ন হয়েছে।
আজ ৩১ শে অক্টোবর ২০২০ ইং রোজ শনিবার সকাল ৯ ঘটিকার সময় মাদ্রাসা প্রাঙ্গন থেকে দোয়ার মাধ্যমে মোবারক র্যালী বের হয়ে নবীর শানে সালাত-সালাম ও নাতে রাসূলের সুমধুর সুর লহরিতে স্থানীয় লামাকাজীর আকাশ বাতাস মুখরিত করে তোলে আশেকে রাসূল (স.) ছাত্র-জনতা।
লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে স্থানীয় পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাস পয়েন্ট হয়ে সদর উপজেলার মোল্লার গাঁও এর সুনামগন্জ সিলেট মহাসড়ক প্রদক্ষিন পূর্বক পুনরায় মাদ্রাসায় এসে বিক্ষোভ সমাবেশ করা হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার শিক্ষক আফজাল আহমদ এর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ আহমদ।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি নাছির উদ্দিন। মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: তাজ উদ্দিন ও ফারুক আহমদ।
মিছিল ও বিক্ষোভ সভায় ফ্রান্সের পণ্য বর্জনসহ বিশ্ব মুসলিম উন্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্তিত ছিলেন সহ সুপার মো: সাইফ উদ্দিন, শিক্ষক ইমরান হোসেন, আব্দুল লতিফ, আব্দুল আহাদ পারভেজ, আল মামুন (হিফজ শাখা)।
চাঁনপুর মাদ্রাসার শিক্ষক হাফিজ আমির আলী, মোল্লার গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহীম আলী, সমাজ সেবক ফয়জুল হক, আব্দুল কাদিরসহ প্রমুখ।