বিশেষ প্রতিনিধি, সিলেট থেকে: মানুষের সেবায় সমাজের সেবায় আত্মনিয়োগ করা যুক্তরাজ্যস্থ ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, এশিয়ান এক্সপ্রেস ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টালের প্রধান পৃষ্টপোষক, ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এন আহমদ সেলিমের অর্থায়নে, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউ কে এর উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য বাংলাদেশে ট্রাষ্টের চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রামের একটি গরীব অ-মুসলিম পরিবারের মাঝে ১টি টিউবওয়েল প্রদান করা হয়েছে।
আজ ১৯শে অক্টোবর টিউবওয়েল গ্রহিতা সূর্যবাবু ওরফে এলেঞ্জির বাড়িতে টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন করেন ট্রাষ্টের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি এলাকার বিশিষ্ট মুরব্বী পাহাড়পুর নিবাসী হাজী তেরা মিয়া । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি তজম্মুল আলী, হারিছ আলী, রাসেল মিয়া, খায়রুল ইসলাম ফাহিম প্রমুখ।
টিউবওয়েল উদ্ভোধনের পর পার্শ্ববর্তী কান্দিগ্রামের মাও: আব্দুল হাই জিহাদী কর্তৃক প্রতিষ্ঠিত দারুল মা’আরিফ আল ইসলামিয়ায় মাদ্রাসার অসুস্থ অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এন আহমদ সেলিমের বড় ছেলে সালেহ আহমদ সাকিবের নামে প্রতিষ্ঠিত ট্রাষ্টের কার্যক্রম অব্যাহত রাখার তাওফিক ও আজ সালেহ আহমদ সাকিবের ৭ম শুভ জন্মদিন হওয়াতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সালেহ আহমদ সাকিব এর দীর্ঘায়ু , সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা ও মাওলানা আব্দুল হাই জেহাদীর আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করেন কান্দিগ্রাম মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দীন আহমদ।