বিশ্বনাথ থেকে বিশেষ প্রতিনিধিঃ
: স্বেচ্ছায় করুন রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ; এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হয়ে গেলো দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, উৎসাহিত করণ ক্যাম্পেইন ও আলোচনা সভা। সকাল ৯ ঘটিকা হতে শুরু হয়ে বিকাল সাড়ে চার ঘটিকা পর্যন্ত চলে এ সভার কাজ ।
আজ (৩রা অক্টোবর ) সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন তারুণ্যের আলো যুব সংঘের উদ্যোগে ও সমাজ সেবক,দানশীল ব্যক্তিত্ব খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আরশ আলী গণীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উৎসাহিতকরণ ক্যাম্পেইন পরবর্তী (বিকেল ৫ ঘটিকায়) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৫ ঘটিকায় শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোঃ শামসুল ইসলাম।সংগঠনের সভাপতি শাহিন আহমদের সভাপতিত্বে মাহফুজ আহমেদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করেন ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠক মুহিবুর রহমান সুইট, ফয়ছল আহমদ, মাস্টার মোঃ সুহেল আপ্তাব আলী, আপ্তাব মিয়া, মোঃ হুশিয়ার আলম । শুভেচ্ছা বক্তব্য রাখেন জাভেদ আহমেদ, পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রকিব ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মামুন মিয়া, আসাদ মিয়া, ফাহিম শাহরিয়ার রাহী, জাকির হোসেন প্রমুখ ।

Leave a Reply