বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার বাবুর্চিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ ১১ই আগস্ট দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে পৌর প্রশাসক ও ইউএনও সুমন চন্দ্র দাস উপজেলার ৪২টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লগডাউনের কারণে সকল প্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে এসকল বাবুর্চিরা কর্মহীন হয়ে পড়েন। যার ফলে এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে জীবিকা নির্বাহকারী বাবুর্চি পেশার লোকজন ক্ষতিগ্রস্ত হন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে আজ বিশ্বনাথ উপজেলায় কর্মরত ৪২ জন বাবুর্চির মাঝে সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার পৌর প্রশাসক ও ইউএনও সুমন চন্দ্র দাস। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।