ফারুক আহমদ বিশ্বনাথ থেকে: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে সিলেট জেলার বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মুবারক র্যালি সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৩০ অক্টোবর ২০২০ ইং সকাল ৯ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গন থেকে দোয়ার মাধ্যমে র্যালি কার্যক্রম শুরু হয় সালাত-সালাম ও নাতে রাসূলের সুমধুর সুর লহরিতে স্থানীয় প্রীতিগন্জ বাজার , পরগনা বাজার এবং লামাকাজীর আকাশ বাতাস মুখরিত করে তোলে আশেকে রাসূল (স:) ছাত্র-জনতা।
কালেমা খচিত রঙবেরঙের ফেস্টুন হাতে বহন করে সুমধুর কন্ঠে প্রিয় নবীর প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করে দুর্লভপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে প্রীতিগন্জ বাজার, পরগনা বাজার ও লামাকাজী বাজারের স্থানীয় সড়ক প্রদক্ষিণ করেন হুব্বে রাসূলে সিক্ত কাফেলারা।
মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, ত্বালাআল বাদরু আলাইনা, ইয়া নবী সালামু আলাইকা , শামছুদ্দুহা আচ্ছালাম, সালাম সালাম নবী সালাম সালাম এ রকম অগণিত নাত পাঠ করা হয়। কালেমা খচিত ও রাসূল (সা.) এর শানে রচিত নানা কালজয়ী কবিতার শ্লোকে অঙ্কিত দৃষ্টিনন্দন ফেস্টুন ও সুদৃশ্য প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করে।
এসময় উপস্তিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার আরবী প্রবাসক মাওলানা মুনির উদ্দিন, শিক্ষক মাওলানা মো: জামাল উদ্দিন, সুনামগন্জের ছাতক উপজেলার কালারুকা দাখিল মাদ্রাসার সুপার ও সুনামগন্জ জেলা আল ইসলাহের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, দুর্লভপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান, শিক্ষক বায়েজীদ আহমদ। অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিক আহমদ লামাকাজী ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি লাল মিয়া লালু অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মাস্টার আব্দুর রউফ , সদস্য আব্দুল গফুর , আলী আহমদ , সিদ্দেক আলী, আনজুমানে আশিকানে মোস্তফার সভাপতি মাওলানা আব্দুল করিম, নবী প্রেমিক সাংবাদিক আব্দুল হালিম, হাফিজ শাহজাদ , আজাদ আহমদ, হাবিবুর রহমান মনু , শিশু আহমদ, কবির আহমদ , হাবিবুর রহমান সেবুল, শফিকুর রহমানসহ এলাকার বাংলাদেশ আল ইসলাহ, তালামিযে ইসলামিয়া, আওয়ামিলীগ বিএনপিসহ সর্বস্তরের ধর্মপ্রান মুসলমান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।