মো: আব্দুল হালিম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি :
আজ ৩০সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২ঘটিকায় সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সৎপুর কামিল (এম.এ) মাদরাসার কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার আওতাদিন ১নং লামাকাজী ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি মাওঃ হরমুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ জামাল উদ্দিনের পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ, মাওলানা ছালিক আহমদ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন -আল ইসলাহ’র কর্মীরা হতে হবে সৎ, আদর্শ ও নিষ্ঠাবান। সবাইকে নিষ্টার সাথে কাজ করে সংগঠনের প্রতিষ্ঠাতা উপ মহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ)-এর আদর্শ বাস্তবায়ন করতে হবে। সবাইকে পাচঁ ওয়াক্ত নামাজ সময় মত আদায় করতে হবে এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করে অসহায়দের পাশে দাড়াতে হবে তবেই আমাদের কর্মী সমাবেশ সফল ও স্বার্থক হবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আরো বলেন – আপনারা আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন আপনাদের সেবা করার জন্য। ইনশাআল্লাহ আমি আমার উপজেলার বিভিন্ন এলাকায় অল্প হলেও আপনাদের সেবার কাজ করে যাচ্ছি এবং আপনাদেরকেও বলছি, যদি কারো কিছুর প্রয়োজন হয় আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার অবস্থান থেকে সাহায্য করতে সর্বাত্মক চেষ্টা করবো। অবশেষে সমাবেশ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার পরামর্শ দেন।
সমাবেশে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সভাপতি তালুকদার মো ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রব, সৎপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওঃ ছালেহ আহমদ বেতকোনী, সৎপুর কামিল মাদরাসার শিক্ষক মাওঃ ছাদিকুর রহমান, প্রচার সম্পাদক বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ, মাওলানা নুর হোসেন তালুকদার, প্রশিক্ষন সম্পাদক বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ মো: বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ উত্তর উপজেলা তালামিয মাওলানা ছাদিকুর রহমান, ১নং লামাকাজী ইউনিয়ন আল ইসলাহর মাওলানা আমিরুল ইসলাম, সদস্য লামাকাজী ইউনিয়ন আল ইসলাহ মাওলানা হাফিজ শফিকুর রহমান ৬ নং ওয়ার্ড শাখার আল ইসলাম। এছাড়াও প্রত্যেক ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন।