এশিয়ান এক্সপ্রেস ডেস্ক: জগন্নাথপুরে দ্বিতীয়বার ধর্ষণের জন্য মেয়েকে না পেয়ে বাবাকে পিটিয়ে জখম করেছে এক ধর্ষক। স্থানীয় সূত্রে জানা যায় শামীম নামে এক যুবক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে তালাকপ্রাপ্তা তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করে।
দ্বিতীয়বার ধর্ষণের জন্য ওই তরুণীকে খুজতে এসে বাড়িতে না পেয়ে বাবাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং চারজনকে গ্রেফতার করে। তবে প্রধান অভিযুক্ত লম্পট শামীমকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টায় এএসপি জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- গোতগাঁও গ্রামের লিটন মিয়া (৩২), আকাই মিয়া (২৮), আলম মিয়া (২৬) ও দিলাক মিয়া (২৬)। তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত শামীমকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যসূত্র :সিএস, ডিএস