নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মোঃ মকবুল আলী’র বাড়ীতে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ” ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ০৫ -এপ্রিল শুক্রবার -২০২৪ ইং ২৫ রমজান বিকাল ২ ঘটিকার সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উত্তর সিলেটের উজ্জ্বল নক্ষত্র, আলেমকূল শিরমণী উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা কাজী আবুল লায়েছ মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর উলামা উপদেষ্টা, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ ছালেহ আহমদ।
ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেলিখাল ইউনিয়ন পরিষদ এর নিকাহ রেজিস্ট্রার ও কাজী হযরত মাওলানা মোঃ জুনাইদ আমানী।
এলাকাবাসীর পক্ষ থেকে আর রাহমান এডুকেশন ট্রাস্ট লন্ডন কে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বুড়িডহর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মোঃ আছকন্দর আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িডহর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মোঃ শামচুল হক,জনাব মোঃ ইয়াজ আলী, জনাব মোঃ আলাউদ্দিন, জনাব মোঃ মকদ্দছ আলী,জনাব মোঃ ইব্রাহিম আলী, জনাব মোঃ সিরাজুল হক প্রমুখ।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বুড়িডহর জামে মসজিদ খামিছ কেন্দ্রের কারী জনাব মোঃ জাফর আমদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর পক্ষ থেকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ জাবের আহমদ, ,জনাব মোঃ শায়েক আমানী,জনাব মোঃ হেলাল আহমদ জনাব মোঃ আকছার আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহ আনোয়ার র কামারুল মিল্লাত দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব মোঃ শুয়াইব আহমদ।