সিলেট প্রতিনিধিঃ
সিলেটস্হ বিশ্বনাথ উপজেলা সমিতির নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা আজ সিলেটের স্থানীয় পানশি ইন রেস্টুরেন্ট জেল রোড এর হল রুমে সমিতির সভাপতি সাখাওয়াত আলী শাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাদ সাহেব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে কিছু প্রজেক্ট বাস্তবায়ন করার লক্ষ্যে আলাপ আলোচনায় সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে। এবারের বর্ষা মৌসুমে বিশ্বনাথের বিভিন্ন স্কুল ও কলেজে বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অচিরেই এগুলা বাস্তবায়ন করার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এছাড়া আগামীতে আরও কিছু স্থায়ী প্রজেক্ট করার জন্য আলাপ আলোচনা হয়। এতে সকল সদস্য একমত পোষণ করেন যে বিশ্বনাথের স্বার্থে যে কোনো ভালো কাজে বিশ্বনাথ সমিতি এগিয়ে আসবে ও সবাই যার যার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন জনাব তাজউদ্দীন আহমেদ , নুরুজ্জামান সিদ্দিকী মুক্তা, মোঃ ফখরুল ইসলাম, শাহেদ আহমদ , আমিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ তাহমিনুল ইসলাম খান, মোঃ মনিরুজ্জামান মনির, আশরাফুল ইসলাম (সোহেল খান), মোঃ আব্দুল নুর রুহেল, মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল প্রমূখ।