মৌলভীবাজার প্রতিনিধিঃ সিলসিলায়ে ফুলতলী ওয়ার্ল্ড টিভির আয়োজনে অনলাইনে ক্বিরাত, হামদ ও নাত প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
অপসংস্কৃতি রুখতে সুস্থ সংস্কৃতির প্রতিভা বিকাশে, হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে, গত ০১ নভেম্বর ২০২০ইং এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ১১০জন প্রতিযোগি অংশগ্রহণ করে। যার ফলাফল অনলাইনে গত ০১ মার্চ ২০২১ এ অনলাইনে প্রকাশ করা হয়।
এতে প্রধান বিচারক এর দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীত সুরকার ও গীতিকার, রিসালাহ সাংস্কৃতিক সংসদ এর প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, ও আব্দুল ওয়াদুদ ময়নূল।
ফলাফল নির্বাচনে ১১০জন প্রতিযোগির মধ্যে ৯জন প্রতিযোগী কে বাছাই করে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন ঢাকা মীরপুরের
ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন একাডেমির হোসাইন শাহ আব্দুল্লাহ। ২য় স্থান অর্জন করেন সিলেটের মোঃ মোস্তফা আহমেদ। ৩য় স্থান অর্জন করেন নবীগঞ্জের মোঃ মুস্তাকিম হাসান জামী। ৪র্থ স্থান অর্জন করেন মোঃ হাবিবুর রহমান সুজন। ৫ম স্থান অর্জন করেন মোঃ কামরুল ইসলাম সোহান। ৬ষ্ট স্থান অর্জন করেন শ্রীমঙ্গলের মোঃ নাজমুস সাকিব। ৭ম স্থান অর্জন করেন সিলেটের আব্দুল আলীম রায়হান। ৮ম স্থান অর্জন করেনঃ মোঃ মারজান রুহী। ৯ম স্থান অর্জন করেন মামুনুর রহমান মামুন।
সিলসিলায়ে ফুলতলী ওয়ার্ল্ড টিভির সম্মানিত পরিচালক আলী হোসেন সাহেব এবং প্রধান এডমিন সাব্বির খাঁ এর সার্বিক সহযোগীতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাখালগঞ্জ বাজার জামে মসজিদ এর ইমাম ও খতিব
হাফিয ক্বারি মাওলানা মঞ্জুর আহমদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশিষ্ট সংগীত সুরকার ও গীতিকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ ময়নূল, হাফিয ফরহাদ আহমদ।
উক্ত প্রতিযোগিতায় ১ম পুরষ্কার ১৫ হাজার টাকা। পুরস্কার দাতা- এডমিন প্যানেল। ২য় পুরষ্কার ১০ দশ হাজার টাকা। পুরস্কার দাতা লক্ষনাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদরাসার শিক্ষক হাফিয ক্বারী ফারুক আহমদ। ৩য় পুরষ্কার ৫ হাজার টাকা, পুরস্কার দাতা পর্তুগাল প্রবাসী সাদিকুর রহমান।
এছাড়াও আরো পাঁচ জনকে আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়।