মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার ২৭ সেপ্টেম্বর বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় আটক করেছে র্যাব-১২, স্পেশাল কোম্পানীর সদস্যরা। আটকৃতরা হলেন উপজেলার উল্লাপাড়া থানার পাগলা মধ্য পাড়া গ্রামের আঃ খালেকের ছেলে নুরুল মিয়া(৩০),কবি উজ্জলের ছেলে শাহিদুল প্রামানিক(২৭), বোয়ালিয়া গ্রামের মৃত ছরাফের ছেলে আরশাফুল (২২), মৃত ইদ্রিস আলীর ছেলে সাজু (২৬), মৃত দুলাল হোসেনের ছেলে রাসেল রানা (২২)।
একই উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে মকুল হোসেন(৩৬), রশিদপুর নয়া পাড়া গ্রামের আমির আলীর ছেলে রফিকুল ইসলাম(৩৫), তিন নান্দিনা গ্রামের মৃত আছাব আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩৭), বাদুল্লাপুর গ্রামের মৃত কেরু উদ্দিনের ছেলে দানেশ আলী(৫০), রতন কান্দি গ্রামের গোলবার আলী শেখের ছেলে নুরুল ইসলাম(৩২)।পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকৃত প্রত্যেককেই ১০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। র্যাব-১২, স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।