মোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তরের উত্তরে বগুড়া রোডে জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং ওয়ার্কশপের সামনে সোমবার(২৬ অক্টোবর) বিকাল ৫ টায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে রংপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহন(ঢাকা মেট্রো ব- ১১-৫১১৯) এ এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা ।আটকৃত মাদক ব্যবসায়ী মেহেরপুর জেলার মজিবনগর থানার নাজিরাকুনা গ্রামের হিসাব তেলীর ছেলে ফারুক(২৩)।পরে আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ০৮(গ) ধারায় মামলা দায়ের ও উক্ত থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও উক্ত থানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে দিনাজপুর জেলার বিরামপুর থানার কৃষ্ট চাঁদপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে জুয়েল রানা(২৮ ), বগুড়া জেলার সদর থানার চরসূত্রাপুর চামড়াগুদাম গ্রামের বিপ্লব ডোমের ছেলে শ্যাম(২৫) কে আটক করেন র্যাব-১২’র সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে ৩ পিস ইয়াবা, ২ পুরিয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ লেয়াকত সালমান এর আদালতে হাজির করা হলে আদালত উক্ত ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(৫)ধারা মতে ৪ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।