মোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ধোপাকান্দি প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩ টায় আলমকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মমতাজ ফিলিংস একাদশ বনাম ইমরান গ্রুপ একাদশ মুখোমুখি লড়াই করে ।
ইমরান গ্রুপ একাদশ ৭ উইকেটে জয়লাভ করে। মোঃ আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে হাটিকুমরুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপার্থী আব্দুল মালেক সরকার বিজয়ী দলের মধ্য পুরষ্কার বিতরণ করেন।বিষেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মুক্তা। টুর্নামেন্টে অত্র এলাকার সকল শ্রেনীর ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উক্ত প্রিমিয়ারলীগে সার্বিক সহযোগীতায় ছিলেন ফিরোজ আহমেদ,এস এম মোস্তফা কামাল,আসিফ সরকার, শইব আহমেদ সবুজ,শাহিন রেজা, ইমরান হাসান,আতিকুর রহমান,রাফিউল ইসলাম।