সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি।
বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে ২মাস ব্যাপী তিন ধরনের প্রশিক্ষণ কোর্স তথা কম্পিউটার অটোক্যাড, ইলেক্ট্রিক্যাল এবং টেইলারিং এন্ড গার্মেন্টস (এসএমও) প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে অদ্য মূল কোর্সগুলো শুরু হলো। গত কয়েকদিন আগে থেকে কার্যক্রম শুরু হওয়া এই ৩টি কোর্সে মূলত উত্তর বঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১২০ জন প্রশিক্ষণার্থী (পুরুষ ও মহিলা) অংশগ্রহণ করেছেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ আলফাজ হোসেন, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), সিভিডিপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ মুনসুর রহমান, উপ প্রকল্প পরিচালক, আরডিএ, বগুড়া। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রকৌশলী আসিফ আজিজ, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জয়পুরহাট। অত্র অনুষ্ঠানে আয়বর্ধক কোর্সগুলোর মাধ্যমে কিভাবে নিজেদের স্বাবলম্বী করা যায় এবং দেশ ও জাতির উন্নয়নে বিশেষভাবে অবদান রাখা যায়, এসব ব্যপারে বক্তারা বিস্তারিত তুলে ধরেন।