ডেস্কঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর এর সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল এর কানাডা ও যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা দিয়েছে সিলেট মহানগর সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটি।
গতকাল ৬ই জুলাই ২০২৩ ইং বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকতার মাধ্যমে সাজুলকে সিলেটের সুবিদ বাজার এক্সেল টাওয়ারে অবস্থিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রভাষক তপন পালের সঞ্চালনায়, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আলাউদ্দিন ( এপিপি) এর সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া। প্রধান বক্তা ছিলেন; আওয়ামীলীগ নেতা ও সামাজিক ব্যক্তিত্ব আফজল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত, ফিল্ম ক্লাব সিলেট এর সভাপতি জহিরুল ইসলাম, হাবিবুর রহমান খোকন।
এতে আরো বক্তব্য রাখেন; রফিক মিয়া তালুকদার, নোমান আহমদ, রিয়াজ আল মামুন, রাসেল আহমেদ দিপু, আশিক আলী, এম জামাল উদ্দিন, তারেক চৌধুরী, কাওসার আহমদ, মস্তফা হোসেন সম্রাট।
উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, রিপন মিয়া, জামাল মিয়া, রতন মিয়া, সোলেমান মিয়া, লোকমান আহমদ ও রাসেল আহমেদ প্রমুখ।
এসময় মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল কে বিদায়ী সংবর্ধনা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়।