জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা এমপি বলেছেন, সকল ধর্ম ও বর্ণ বৈষম্য দুর করে সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা অসীম।তিনি আরও বলেন, ইসলামের সঠিক আদর্শ ও শিক্ষার প্রচার ও প্রসারে জাতির পিতাই এদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।
আজ শনিবার সকালে নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে লোহাগড়া উপজেলার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেননড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিজানুর রহমান
এসময় লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজগর আলী, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিনসহ উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
জহুরুল হক মিলু, লোহাগড়া, ২৩-০৯-২৩, ০১৯২৫-৪৪১৯৫৪