হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ সাতক্ষীরা-ভারত সীমান্তবর্তী ইছামতি নদীতে এক অজ্ঞাত নারীর হাত, পা, মাথা কাটা মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি বাংলাদেশ সীমান্তের ভাতশালা এলাকায় দেখতে পান স্থানীয়রা।
ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সামসুদ্দিন জানান, ভাতশালা টহল ক্যাম্প হতে কিছু দুরে হাত, পা, মাথা বিহিন একটি মরদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে আমরা সেখানে গিয়ে মরদেহটি নদীতে ভাসতে দেখি। বিষয়টি স্থানীয় থানা ও আমাদের অধিনায়ক মহোদয়কে অবহিত করি।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, একটি মরদেহ পাওয়া গেছে। দেহের সাথে মাথা না থাকায় পরিচয় মেলানো কঠিন। আমরা দেহটি উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যবস্থা করেছি।
তবে স্থানীয়দের ধারনা মরদেহটি ভারতীয় কোন নাগরিকে হতে পারে। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশে এসে পৌঁছাতে পারে। তবে মরদেহের সাথে এমন নিষ্ঠুরতায় হতবাক সীমান্তপাড়ের বসবাসকারীরা।