আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ ‘মুজিববর্ষের সেরা উপহার, ভূমি ও গৃহহীনদের ঘর উপহার’এই শ্লোগানে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে, প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত গৃহ নির্মাণ কাজের, অগ্রগতি পরিদর্শন করলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
বুধবার (২৩ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ও ঘোনা ইউনিয়ন এর বরাদ্দকৃত ২০ টি ঘরের কাজে, কোন গাফিলতি বা তঞ্চকতা হচ্ছে কিনা তা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক কে সাথে নিয়ে পরিদর্শন করেন।
বল্লি ইউনিয়নেরন ৭নং রায়পুর গ্রামের সন্নাসীতলায় উদ্ধারকৃত খাসজমিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৪ টি ও ৮নং ঘরচালা গ্রামের ৫ টি ও ৪ নং ঘোনা ইউনিয়নের ৯ নং ভাড়ুখালি গ্রামে ১১টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় ঘরের লিংটেল ও সানসেড ১০ মিমি রড ও বাইন্ডার হিসেবে ৮ মিমি রড গুনা সূতা দিয়ে বাইণ্ডিং করা হয়েছে কি না, তা আকস্মিকভাবে পরীক্ষা করে দেখা হয়।
সেই সাথে সবাইকে দেখার অনুরোধ জানান।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী’র কার্যালয় হতে সাতক্ষীরা সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রথম পর্যায়ে ১৩০ টি ঘর বরাদ্দ এসেছে, নির্মানকাজ চলছে অব্যাহত গতিতে।