আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা যশোর ঝিনাইদহা ও সাতক্ষীরার শ্যামনগরের দক্ষিণ কদমতলায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন ৩ কেজি গাঁজাসহ, একজন ধর্ষণ মামলায় অপরজন চাঁদাবাজী, গুম ও হত্যা মামলার পালাতক আসামী।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন এবং এএসপি মোঃ মাহাবুব-উল-আলম এর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে শ্যামনগরের দক্ষিণ কদমতলা এলাকায় অভিযান চালিয়ে, ২০১১ সালে শ্যামনগর থানায় দায়ের করা একটি চাঁদাবাজী গুম ও হত্যা মামলার পলাতক আসামী শ্যামনগরের দক্ষিণ কদমতলা গ্রামের জালাল গাজীর ছেলে ফেরদৌস গাজী (২৮) কে হাতে নাতে গ্রেপ্তার করে, তাকে শ্যামনগর থানায় সোপার্দ্দ করা হয়েছে।
এদিকে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন এর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলার চৌগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোঃ তজিবার রহমানের বাড়ির পাশে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ যশোরের গাদাধারপুর গ্রামের মোঃ এনায়েত আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৬) কে হাতে নাতে আটক করে,
শুক্রবার ১১ জুন চৌগাছা থানায় সোপার্দ্দ করা হয়েছে।
অপরদিকে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন এর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ঝিনাইদহ জেলার সদর থানার বংগীরা বাজার এলাকায় অভিযান চালিয়ে, কলারোয়া থানার ধর্ষণ মামলা নং ২০ তারিখ ১০/০৬/২০২১ এর এজাহারনামীয় পলাতক আসামী কলারোয়ার হেলাতলা গ্রামের মোঃ অমেদ আলী বিশ্বাসের ছেলে মোঃ সাকিব বিশ্বাস (১৬) কে আটক করা হয়। তাকে কলারোয়া থানায় সোপার্দ্দ করা হয়েছে।