আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির এক জরুরী সভা,
বুধবার (২৮ অক্টোবর) সকালে শহীদ নাজমুল সরণিস্থ ৯৯ মার্কেটে এ জরুরী সভা সংগঠনের সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় পৌর ভূমিহীন সমিতির সভাপতি হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রঘুনাথ খাঁ, মুনসুর রহমান, মোঃ শিহাব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবান আলী বিশ্বাস প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সামছুর রহমান, সহ-সভাপতি ফিরোজ, সাগর, সম্পাদক মাহফুজা খাতুন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, রোকছানা পারভীন, রানু আরা, মোসলেমা, আকলিমা, রেশমা, সাজেদা, সাহিদা, আনুতারা, ফিরোজা, মায়া, সাথী, হালিমা, মোরজিনা, আনোয়ারা, রিজিয়া, জামান, আকাশ, গোপাল চন্দ্র দাশ, দিলীপ কুমার, লুকমান গাজী, রেজাউল, আফজাল হোসেন, কিনা মীর, সেলিম হোসেন, ফিরোজ আহমেদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আশির দশক হতে ভূমিহীনদের অধিকার আদায়ের স্বার্থে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সংগঠকরা নিরলসভাবে কাজ করছে। কিন্তু কিছু ভূমিহীন সংগঠক নিজেদের ব্যক্তিস্বার্থে সংগঠন বিরোধী কর্মকান্ড দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে যা ভূমিহীনদের স্বার্থ রক্ষায় বড় বাধা হয়ে দাড়িয়েছে।
এই বাঁধাকে প্রতিরোধ করতে নতুন করে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতিকে পুনঃগঠন জরুরি হয়ে পড়েছে।
সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে আব্দুস সাত্তারকে সভাপতি, হোসেন মাহমুদ ক্যাপ্টেনকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবান আলী বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আংশিক কমিটি ঘোষণা করেন, সংগঠনের উপদেষ্টা রঘুনাথ খাঁ।
সংগঠনের অনান্য সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানান তিনি।