আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হককে বিজয়ী করার লক্ষে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে, সাতক্ষীরা শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় কাটিয়া টাউন বাজারস্থ পৌর কাউন্সিলর কার্যালয় থেকে শুরু হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, র্যালিটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আওয়ামীলীগ এর নৌকা প্রতীকের নির্বাচনী সমাবেশে মিলিত হয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক (সাবেক এম পি) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুস সেলিম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক হাসানুজজামান, সাংগঠনিক সম্পাদক মুকুল, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আকতারসহ সহ ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।