আজহারুল ইসলাম সাদী, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা তথ্য অফিস এর আয়োজনে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের, বড় শান্তা প্রাইমারি স্কুল মাঠে জিওবি খাতের আওতায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) বিকাল ৪ঘটিকার সময় জেলা তথ্য অফিসের স্টাফ মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক।
আলোচনা করেন, সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, পারুলিয়া (৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য, ইয়ামিন মোড়ল, ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য হামিদা বেগম প্রমুখ।
এসময় বড় শান্তা এলাকার নারী পুরুষ শিশু সহ জেলা তথ্য অফিসের মোঃ জাহাঙ্গীর আলম, মীর আজিবুর রহমান উপস্থিত ছিলেন।