আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপের্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।
প্রতিদিনের ন্যায় শুক্রবার (৭ মে) রাতে সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ ও ছিন্নমূল পরিবার খুঁজে খুঁজে তাদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।
ইফতারী সামগ্রী বিতরণ কালে সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে আমি প্রথম থেকেই আছি এবং থাকবো, এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাসে জেলার কর্মহীন হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।