আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জেলা প্রশাসনের অভিযানে লকডাউনের প্রথম দিনে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল ২০২১) লকডাউন নিশ্চিত করার লক্ষে সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জেলা সদর ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিসেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয় তদারকির নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
এসম ১২ টি মোবাইল কোর্টের অভিযানে ৭২ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।