আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদরের কাটিয়া আমতলা মোড়স্থ ভোকেশনাল টেনিং ইনিস্টিউটের সম্মুখ হতে, বিদ্যুৎ স্পৃষ্ট এক যুবকের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে সোমবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে, বিদ্যুতের খুটি মেরামত কর্মি উত্তর বঙ্গের গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে হাবিবুর রহমান ভুট্টা (৩৫) বিদ্যুতের পোল বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করতে খুটিতে ওঠেন, এসময় কাটিয়া ফিডারে, কাজ করার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ অফিসকে লাইন বন্ধ করতে বল্লে তারা কাটিয়া ফিডের লাইন বন্ধ করলেও পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে টেক্সটাইলস মিলস ফিডারে উঠে পড়ে।
এসময় ৩৩ হাজার কে.বি ভোল্টেজ এর লাইনে হাত লাগানোর সাথে সাথেই বিদ্যুৎ স্পৃষ্টে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে তার লাশ বিদ্যুতের খুটি থেকে নামায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।