আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় দুই পৃথক ঘটনায় দুই শিশু দুই কিশোর কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ এক কিশোর কে আটক করেছে।
সাতক্ষীরা সদর উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামের মিলন শেখ জানান, তার মেয়ে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।
সে বুধবার (২১অক্টোবর) সকাল ১১ টার দিকে তাদের উঠানে খেলা করাকালীন একই গ্রামের বাবুল শেখের ছেলে আলী হোসেন (১৬) তাকে দোকানের নিয়ে যাওয়ার কথা বলে ডেকে আনে।
তাকে নির্জন ঘরে নিয়ে ধর্ষন করে, মেয়েটি পরে বাড়িতে এসে ঘটনাটি জানালে অসুস্থ অবস্থায় তাকে, সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
অপরদিকে ২০ অক্টোবর সদরের ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়িয়া গ্রামের শহিদুল সরদার এর ছেলে মাদরাসা পড়ুয়া পঞ্চম শ্রেণীত পড়ুয়া
শিহাব সরদার (১৪) কে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে পাশের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে ওই পঞ্চম শ্রেণির মাদরাসা ছাত্র। পরে শিশু মেয়েটি চিৎকার দিলে শিহাব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা ধরে ফেলে শিহাবকে।
তিনি বলেন, পরে ধর্ষিতা শিশুটির পরিবারের সদস্যরা শিশুটিকে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শিহাবকেও আটক করা হয়। এ ঘটনায় থানায় ওই মাদরাসা ছাত্রের বিরুদ্ধে ধর্ষন মামলা হয়েছে। তাকে করাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।