আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে জেলা শহরে বসবাসরত নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে, ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর সংসদ সদস্যের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলামের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ও শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রত্না, তথ্য ও গবেষণা সম্পাদক আফসার আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, মহিলা সম্পাদিক শিমুন শামস্, নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন, আসাদুজ্জামান অসলে, শেখ আব্দুর রশিদ, শেখ নাছেরুল হক, সাহাদত হোসেন, নাজমুন নাহার মুন্নি, শেখ মনিরুল হোসেন মাসুম ও ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগের ব্যানারে ঘুর্ণিঝড় ইয়াস এর কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সাথে মতবিনিময়, সংবাদ সম্মেলন, স্থায়ী টেকসই বেড়িবাধ নির্মাণে পানি সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় শেখ সাহিদ উদ্দীনকে আহবায়ক ও এড. আজহারুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ উপকমিটি গঠন করা হয়।