আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা : সাতক্ষীরায় ডিবি পুলিশের হাতে চাকুরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে এক আন্তঃজেলা প্রতারক চক্রের হোতাকে আটক হয়েছে।
আটককৃত ব্যক্তি পুলিশ কন্সটেবলসহ বিভিন্ন সরকারি পদে চাকুরি দেওয়ার নামে অন্ততঃ ২০ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন, এমন অভিযোগের ভিত্তিতে, নুরুল ইসলাম (৪২) নামের এক প্রতারককে আটক করেছে।
আটককৃত নুরুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবদুস সামাদের ছেলে।
সে বিভিন্ন সময়ে শ্যামনগরসহ সাতক্ষীরা জেলার একাধিক ব্যক্তির নিকট থেকে চাকুরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ ইয়াসিন আলম চৌধুরী জানান, চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার ২০টি লিখিত অভিযোগ রয়েছে আমাদের হাতে।
সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে, তাকে গোপালগঞ্জ জেলা থেকে আটক করা হয়েছে। সে বহুদিন যাবত পালিয়ে ছিল।
তিনি আরও জানান, আটক নুরুল ইসলাম সরকার দলীয় উচ্চপর্যায়ের নেতাদের সাথে ছবি তুলে তাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণা চালিয়ে আসছিলো।
সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয়সহ অনান্য এলাকার শত শত বেকার যুবকসহ নিরীহ মানুষদের চাকুরীর প্রলোভন দেখিয়ে তদবিরের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
তার বিরুদ্ধে মামলা, মোকদ্দমা, জিডি, অভিযোগকারীদের বিষয়ে, সকল প্রকার সহযোগীতা করা হবে বলে পুলিশের পক্ষ
প্রতারণায় শিকার ব্যাক্তিদের, আগামী ৩ (তিন) দিনের মধ্যে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।