আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরারা জেলার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে আজ আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ফেব্রুয়ারি) দুপুর ১.৩০ টার দিকে নদীতে ভেসে যাওয়া লাশটি উদ্ধার করে কোস্টগার্ড কর্মীরা।
উদ্ধার হওয়া ব্যক্তি বকচর গ্রামের ফজলে সানার ছেলে শফিকুল ইসলাম (৫০)।
এখনো নিখোঁজ রয়েছেন পুইজালা গ্রামের আব্দুল আজিজ নামে এক শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর ১.৩০টার দিকে নদীতে একটা লাশ ভাসতে দেখলে কোষ্টগার্ড কর্মীরা এসে মরদেহটি উদ্ধার করে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
ট্রলারটিতে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিল। তার মধ্যে আজ একজনের মরদেহ উদ্ধার হয়েছে।