আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ করোনার উর্ধমুখী গতি নিয়ন্ত্রনে সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে, জেলা প্রশাসন আরো এক সপ্তাহের জন্য লকডাউনের সময় সীমা বৃদ্ধি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ১৭ জুন পর্যন্ত চলবে এ লকডাউন।
জনসাধারণকে ঘরে ফেরাতে পুলিশ সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে, ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহন ও বিনা কারণে চলাচলকারীদের বাধা দিচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তবে ছাড় রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য।
এছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৪৫ জন।
এ প্রসঙ্গে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত জানান এ বিষয়ে শনিবার অনুষ্ঠেয় করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ ৪ জন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৪০ জন।
আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৯ জন।