আজহারুল ইসলাম সাদী, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস এর পুকুরে মৎস্য শিকার করে, বিশালাকৃতির একটি মৎস্য শিকার করলেন, এম, এম বিল্লাহ, মোফাজ্জেল হোসেন, আলি আশরাফ আশু ও শ্যামল।
সাতক্ষীরা সৌখিন মৎস্য শিকারী সমবায় সমিতির সেক্রেটারি এম এম বিল্লাহ জানান, ছয় হাজার টাকার টিকিটে, ধরবেন চার সপ্তাহ যাবৎ মৎস্য।
আজই প্রথম সপ্তাহে আনুমানিক ১০/১১ কেজি ওজনের বিশালাকার একটি ব্লাক কার্ব মৎস্য শিকার করলেন তারা।
প্রথম সপ্তাহে তারা ৩৫ কেজির মত মৎস্য শিকার করেছেন।
বিশালাকৃতির মৎস্য টি পেয়ে তারা বিশাল খুশির আহ্লাদে ভাসছেন সেটা তাদের দেখেই বোঝা যাচ্ছে।