আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার অন্তর্গত শাকদাহে পুনরায় দূঘটনায় প্রাইভেটকার খাদে পড়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকাল ৫টায় সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে, শাকদাহ খালে পড়ে যায়।
এ সময় প্রাইভেটকারে থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়েছেন।
উল্লেখঃ ১০জানুয়ারী একই এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে, খাদে পড়ে ২ জন নিহত ও ১৫ জন যাত্রী গুরুতর আহত হন।