আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা’র সদ্য বদলি জনিত বিদায়ী জেলা প্রশাসককে, গাছ উপহার দিলেন সাংবাদিক ইয়ারব হোসেন।
মঙ্গলবার (২২ জুন) বিকাল ৫ টার সময় সাতক্ষীরা’র সদ্য বদলি জনিত বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কে, তুজুলপুর গাছের পাঠশালা ও সমাজের আলো’র পক্ষ থেকে গাছ উপহার তুলে দেন, গাছের পাঠশালার প্রতিষ্টাতা, সাংবাদিক ইয়ারব হোসেন।
এসময় জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরা জেলার প্রতি আমার আন্তরিক ভালোবাসার টান রয়ে গেলো, সাতক্ষীরা জেলার আপামর জনসাধারণ আমাকে যে, ভালোবাসা দিয়েছে সেটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় তিনি আরো বলেন, আমি যতদিন বেঁচে থাকবো সাতক্ষীরা জেলা ও সাতক্ষীরা জেলার মানুষ কে কখনো ভুলবোনা।
উপহার পাওয়া গাছটি আমি সংগে নিয়ে যাবো এবং যত্নের সহিত সংরক্ষণ করবো।