আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা’র কুশোডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট এক তরুণেরর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তরুণ আশরাফুল ইসলাম (১৬) ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সূত্রে জানা গেছে, মাঠে ধান ক্ষেতে বিষ দিতে গিয়ে ধান ক্ষেতে থাকা বিদ্যুতের খুঁটির কাছে বিষ দেয়ার সময় খুটির তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্টের শিকার হয় সে।
এসময় মাঠে থাকা লোকজন তাকে উদ্ধার করে কাজিরহাটের একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার সময়, পথি মধ্যে তার মৃত্যু হয়।