আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় করোনা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।পরবর্তীতে আরও টিকা গ্রহণ করেন স্বাস্থ্যকর্মী-সংবাদকর্মীসহ অনেকেই।
এ টিকাদান কার্যক্রম প্রতিদিন চলবে বিকেল ৩ টা পর্যন্ত। করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কলারোয়ার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, সাচিপ নেতা ডাঃ সুব্রত ঘোষ. ডাঃ জাহিদ আলম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, এপর্যন্ত করোনা টিকা গ্রহণের জন্য কলারোয়ায় ১৬৩ জন ব্যক্তি নাম নিবন্ধিত করেছেন।