বার্তা বিভাগঃ
দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সামাজিক সমস্যা গুলো নিয়ে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এর সমাধান না পাওয়ায় জনমানুষের মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। বিভিন্ন পাকা রাস্তা হয়েছে খানাখন্দভরা, কাঁচা রাস্তা গুলো হচ্ছেনা পাকাকরণ, নদীভাঙ্গন, সেতু নির্মাণ সহ অনেক পিছিয়ে পড়ায় এলাকাবাসীর মনে হতাশা ভর করছিল। এমনি সময়ে অবহেলিত উন্নয়ন বঞ্চিত খাজান্সী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবী পুরনে সিলেট ২ আসনের (ওসমানীনগর-বিশ্বনাথ) সংসদ সদস্য মোকাব্বির খান এলাকা পরিদর্শন করে দ্রুত উন্নয়ন করার আশ্বাস দেওয়ায় আশার সঞ্চার হয়েছে জনসাধারণের মনে। খাজাঞ্চি ইউনিয়নের বহুল কাঙ্ক্ষিত ৪ নং ওয়ার্ডের গোবিন্দনগরের নিকটে মাকুন্দা নদীর ভাঙ্গন এলাকা সহ রাজাগন্জ বাজার-আশুগঞ্জ বাজার রাস্তার বাবুনগর গ্রামের নিকটে মাকুন্দা নদীর উপর বাশের সাঁকো পরিদর্শন, এর আগে তেলিকুনা-পাহাড়পুর রাস্তা পাকাকরণ, প্রীতিগঞ্জ- হামদরচক রাস্তা নির্মাণে তাৎক্ষনিক সিলেটের এল জি ই ডি এর নির্বাহী প্রকৌশলীকে প্রকল্প গ্রহন করে ব্যবস্হা গ্রহনের নির্দেশ প্রদান করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া !
কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া (রাস্তার আইডি নং ৬৯১২০৫১৪৩, প্রায় আড়াই কিলোমিটার) উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় হতে রেললাইন সংলগ্ন হয়ে পূর্ব পাকাছির, পশ্চিম পাকিছির ভায়া প্রীতিগঞ্জ বাজার রাস্তা, রাজাগন্জ – কান্দিগ্রাম ভায়া উত্তর বিশ্বনাথ রাস্তাটি দ্রুত মাটি ভরাটসহ পাকা করণে সাংসদের সু-দৃষ্টি কামনা করেছেন !