এশিয়ান বার্তা বিভাগঃ দেশ বিদেশে অবস্থানরত সকল বন্ধু মহলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও প্রাণ নিংড়ানো ফুলেল অভিনন্দন জানিয়েছেন দৈনিক জালালাবাদ ভিউ ও দৈনিক সময়ের কলম,দৈনিক এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম এর বিশ্বনাথ প্রতিনিধি ,ছড়াকার ও সাংবাদিক সমুজ আহমদ সায়মন।
এক ঈদ বার্তায় তিনি বলেন ; ঈদ আসে বারবার। ঈদ আসে নানা রঙের পোশাকের সমাহার নিয়ে। ঈদ আসে সফলতার সুসংবাদ নিয়ে। রোজাদার ব্যক্তির জন্য ও নাজাতের বার্তা নিয়ে ঈদ এলো আবার।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির সওগাত নিয়ে আমাদের দরজায় কড়া নাড়ছে বহু কাঙ্খিত মেহমান- ঈদুল ফিতর। ঈদ হলো আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ ও খুশির দিন। এটা মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ এক বিশেষ পুরস্কার। সুতারাং আমাদের উচিৎ ঈদের দিনে মহান রবের বেশী বেশী শুকরিয়া আদায় করা,মেহমানদের সাথে সদ্ব্যবহার করা।যারা এর সদ্ব্যবহার করবে তাদের জন্য রয়েছে সফলতা।
তাই নিজের সফলতার জন্য সুযোগ মনে করে এ পবিত্র মাসকে কাজে লাগাতে হবে আত্মশুদ্ধির মাস হিসেবে। মহান রবের দরবারে করতে হবে আত্মসমর্পণ।
তিনি আরো বলেন; ঈদের দিন সফলতার দিন। এসো আমরা সবাই সফলতার দিনকে যথাযথ ভাবে কাজে লাগাই এবং যার যার অবস্থান থেকে কিছু নিয়ে অসহায় মানুষের পাশে দাড়াই।