বার্তা বিভাগঃ জাতীয় দৈনিক পরিবর্তন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি, দৈনিক বিবিয়ানার সিনিয়র ষ্টাফ রিপোর্টার এবং দৈনিক এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর বানিয়াচং উপজেলা প্রতিনিধি ও বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি শেখ সফিকুল ইসলাম সফিক করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ১৮ জুলাই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ সফিকুল ইসলাম সফিকের সহধর্মিনী জেসমিন বেগম ১৫ তারিখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে করোনা ধরা পড়ে। তখন ডাক্তারের পরামর্শে সাংবাদিক সাফিকুল ইসলামের টেস্ট সিম্পল পাঠানো হয় গত বৃহস্পতিবার ১৫ তারিখ সিলেটে।
বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক শেখ সফিকুল ইসলাম সফিক গত ১৫ জুলাই বানিয়াচং হসপিটালে সিম্পল দেন। পরে সিলেট থেকে আসা রিপোর্টে তিনি করোনা পজেটিভ হন। তিনি সাংবাদিক সমাজসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।