ঝালকাঠি প্রতিনিধিঃ
“স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস এ এফ) প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নাঈম হাসান ঈমন এর জন্মদিন পালন করা হয়েছে।
সাংবাদিক মোঃ নাঈম হাসান জনপ্রিয় মধুমতি টেলিভেশন, শাপলা টিভি, চ্যানেল সেভেন্টি, চ্যানেল টুয়েন্টিথ্রি, চ্যানেল কর্নফুলী, ও জনপ্রিয় পত্রিকা জাতীয় দ্যা মুসলিম টাইম’স , দৈনিক রুপালীদেশ, দৈনিক ইনফো বাংলা, বাংলাদেশ বুলেটিন ডট কম, দৈনিক লাল সবুজের কণ্ঠ, দৈনিক প্রথম সংবাদ, যমুনা প্রতিদিন, দৈনিক আজকাল বিডি, প্রতিদিনের স্বদেশ, বরিশাল সংবাদ২৪, দৈনিক বরিশাল প্রাণ, দৈনিক বাংলার আলো নিউজ, দৈনিক আমাদের দেশ২৪, স্বাধীন বার্তা২৪, দৈনিক সকালের ডাক, দৈনিক আলোকিত বাগেরহাট, দৈনিক রুপাসা বার্তা, এশিয়ান এক্সপ্রেস২৪, বাংলার দর্পন, মদিনা কণ্ঠ, ঝালকাঠি জেলা প্রতিনিধি, সেচ্ছা সেবামূলক সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস এ এফ) প্রতিষ্ঠাতা ও সভাপতি, সহ-সভাপতি রাজাপুর ব্লাড ডোনেশন ক্লাব, আহব্বায়ক অভিযাত্রিক ব্লাড ব্যাংক, রাজাপুর সাংবাদিক ক্লাবের কার্য নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক মোঃ নাঈম হাসান ঈমন এর জন্মদিন পালন করা হয়েছে। শনিবার রাতে তার নিজ বাসায় অনাড়ম্বর পরিবেশে কেক কেটে জন্ম উৎসব পালন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস এ এফ) এর ঢাকা মহানগর টিমের সভাপতি মো. জাহিদ, রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মুন্না হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মাহিন খান রোমান,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রিদয়,অর্থ-সম্পাদক মো. সাগর খান, আইন বিষয়ক সম্পাদক আঃ কাইউম,পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম সাকিব, অন্যান্য সদস্যরা ছাড়াও মামুন খান, তামিম, আছলাম, সাকিল সহ শুভাকাংখী ও সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply