মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঘণ্টাব্যাপি ঝালকাঠি সদর থানা সড়কের অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। এছাড়া সাংবাদিকদের সুরক্ষার আইন প্রনয়নেরও দাবি করা হয় এ কর্মসূচি থেকে। বক্তব্য রাখেন সাংবাদিক কাজী খলিলুর রহমান, জিয়াউল হাসান পলাশ, পলাশ রায়, আজমীর হোসেন, শফিউল আজম টুটুল, এসএম রেজাউল করিম, আতিকুর রহমান, রুহুল আমিন রুবেল ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।