শেখ সফিকুল ইসলাম সফিক,বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচঙ্গে সাংবাদিক জীবন আহমেদ লিটন করোনায় আক্রান্ত। জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের বাণীর সিনিয়র ষ্টাফ রিপোর্টার এবং দৈনিক অনুসন্ধান নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক জীবন আহমেদ লিটন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার ৭ জুলাই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক জীবন আহমেদ লিটন গত ৫ জুলাই বানিয়াচং হসপিটালে সিম্পল দেন। পরে সিলেট থেকে আসা রিপোর্টে তিনি করোনা পজেটিভ হন।তিনি সাংবাদিক সমাজসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।