ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের সাংবাদিক কাজী আবু বকর মো: খোকনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১টায় স্হানীয় ইউনিয়নের মুন্সিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্টিত হয়, এবং জানাজা শেষে অত্র গ্রামের কবরস্হানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজ পূর্ব সময়ে বক্তব্য প্রদান করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ।
হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ড. মো শাহনুর হোসাইন, বক্তারা মরহুমের রুহের আত্নার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এসময় আরো উপস্তিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার আরবী প্রবাসক মাওলানা ছাদিকুর রহমান, শিক্ষক মাওলানা মো: জামাল উদ্দিন, সৎপুর হাফিজিয়া মাদরাসার প্রতিষ্টাতা হাফিজ রহমত উল্লাহসহ সংবাদ কর্মী, রাজনৈতিক, ও বিভিন্ন শ্রেনী পেশার ধর্ম প্রান মুসলমান।
জানাজার নামাজের ইমামতি করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ ও দোয়া পরিবেশন করেন হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান।