বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা বিআরডিবির নব নিযুক্ত চেয়ারম্যান হাসান মাহমুদ রিপনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেসক্লাবের অফিস কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় নতুন নিযুক্ত চেয়ারম্যান হাসান মাহমুদ তার বক্তব্যে বলেন, বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) বিশ্বনাথ অফিস গ্রামীণ দুঃস্থ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। সমবায়ীমুখি সাধারণ জনগণের নতুন সমিতি গঠনের সুযোগ সহ সকল প্রকার সেবার পরিধি বাড়ানো ও গ্রহণের সুযোগ রয়েছে। বিশ্বনাথ উপজেলা বিআরডিবি অফিসের সকল জটিলতা নিরসনের জন্য আমি কাজ করব। আমাকে আগামী নির্বাচিত কমিটি গঠনের আগ পর্যন্ত উদ্বর্তন কর্তৃপক্ষ নিয়োগ করেছেন, আমি স্বচ্ছ ভাবে এই প্রতিষ্ঠান পরিচালনার অঙ্গীকারবদ্ধ। এই প্রতিষ্ঠান আগামীতে একটি সুন্দর ও সর্বজন গ্রহনীয় পরিচালনা পরিষদ পাবে। তিনি এসময় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিরপেক্ষ ভাবে উপজেলার সকল স্তরের মানুষের জন্য কাজ করার আহবান জানান এবং সহযোগিতা কামনা করেন।
বিশ্বনাথ বিআরডিবি’র নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় হাসান মাহমুদ রিপনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন ও আনোয়ার হোসেন প্রমুখ।