কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোটা বিরোধী আন্দোলনে কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ মিছিল চলাকালে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সাধারণ ছাত্র ও সরকার দলীয়দের সংঘর্ষে দৈনিক সিলেট মিরর এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি কবির আহমদ ও দৈনিক যুগান্তরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি সোহরাব আহমদ গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। শনিবার এক বিবৃতিতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহসভাপতি আব্দুল আলীম, সাধারন সম্পাদক আবিদুর রহমান উল্লেখ করেন – সংবাদকর্মীদের উপর এহেন হামলা সুস্থ সাংবাদিকতার পথে মারাত্মক অন্তরায়। তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও আহত সাংবাদিকদের আসু সুস্থতা কামনা করেন।