সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় থানা যুবদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে থানা যুবদলের একাংশক। বৃহস্পতিবার বেলা ১২টায় সলঙ্গা বাজারে বরাদ আলী মার্কেটে এ সংবাদ সম্মেলন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তাগন বলেন, প্রায় একযুগ পর গত ১৭ই সেপ্টেম্বর ২০২০ইং তারিখে সলঙ্গা থানা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। ঘোষনার পর থেকে একাংশ নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দেয়। আহবায়ক কমিটিতে যাকে আহবায়ক নির্বাচিত করা হয়েছে (রাশেদুল হাসান পাপন)। বিগত ১০বছর থানা যুবদলের সভাপতি থাকা কালীন সময়ে নিজ দলের ইফতার মাহফিল, প্রতিষ্ঠা বার্ষিকী, জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী, ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারি, দলীয় প্রোগ্রাম, হরতাল, অবরোধ , মিছিল মিটিং, এমন কি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুপস্থিত থেকে নিজেকে ব্যার্থ সংগঠক হিসাবে পরিচয় দিয়ছেন বলে বিরোধীদের দাবী। ১/১১ এর সময় কোন কার্যক্রমে তাকে দেখা যায়নি। নবগঠিত আহবায়ক কমিটি এক তরফা করার কারনে উক্ত কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় বিএনপি’র মহাসচিব ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি-সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন বিরোধীরা । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদল নেতা রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সেলিম এলাহী, আঃ মমিন, তারিফ মাহমুদ, জাহাঙ্গীর আলম, আঃ আলীম, আবুল কালাম আজাদ, তারিকুল ইসলাম, আরিফুল ইসলাম, শামীম রেজা, আয়ুব আলী, আঃ কুদ্দুস টুকু, প্রমুখ। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা আরও বলেন, নবগঠিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন সংবাদ সম্মেলনে বক্তারা।
Leave a Reply