মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় সলঙ্গা চৌবিলা আওয়ামী লীগ কার্যালয়ে সলঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ করা হয়।
সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সাধারন সম্পাদক ছানোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইব্রাহিম হোসেন ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মাসুদ রানা প্রমুখ।