মহাপ্রয়াণ
মহাপ্রয়াণ যেদিন হবে
মাইকে এলান দেবে,
খবর পেয়ে আত্মীয় স্বজন
ভীড় করিবে নীড়ে।
পাড়া-পঁড়শী এসে
ঘরের সামনে বসে,
কখন দেবে মাটি সবাই
সময় নেবে বেছে ।
বরই পাতার জলে
পর্দার আঁড়াল করে,
গোসল শেষে খুশবো সহ
কাফন দেবে গায়ে।
পড়বে নামায সবে
রাখবে দিলে সবর,
নামায শেষে মাটির নীচে
মিলে দেবে কবর—-।